লামাকাজী রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির ২০২২ সেশনের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। শনিবার (৫ মার্চ) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাল্লা ডিগ্রি কলেজ ও মঈন উদ্দিন আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম সিফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

কলেজের বাংলা প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিংবডির সভাপতি শাহনুর হোসাইন, অভিভাবক সদস্য শামসুল হক মোল্লা, প্রভাষক মো. শাহজাদা, শাহিন আলম ও সিনিয়র শিক্ষক মাসুক মিয়া। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী হামিদা আক্তার ও এস এম মামুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আছমত আলী ও গীতা পাঠ করেন সহকারী শিক্ষক শংকর চন্দ্র পাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এএসআই গোপেশ চন্দ্র দাশ, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক রাশেল মিয়া, প্রভাষক আবু জাফর মো. হাবিব, সহকারী শিক্ষক গৌতুম চন্দ্র সাহা, নোয়াব আলী, কলছুমা জান্নাত পপি, কামরুন নাহার পলি, কামাল মিয়া, জামিল আহমদ, কম্পিউটার শিক্ষক হোসাইন আহমদ, লাইব্রেরিয়ান রুজিনা বেগম, নরোত্তম নাথ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪