বিশ্বনাথনিউজ২৪ :: যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ও স্পীকার, সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটির সভাপতি খালেছ উদ্দিন’র উদ্যোগে বিশিষ্টজনদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের খালেছ উদ্দিনের নিজ বাড়িতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী গৌছ মিয়ার সভাপতিত্বে ও এডভোকেট মার্জিয়া সরকার’র উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরদার মুজিব, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, নিজাম উদ্দিন, বীর মুক্তিযাদ্ধা আব্দুল খালেক সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি। বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটের সাবেক কাউন্সিলর ও স্পীকার এবং সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটির সভাপতি খালেছ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, পীর ফয়জুল হক ইকবাল, সিলেট মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক লায়েক আহমদ জিকুসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যদেন এশিয়ার প্রাচীনতম মুসলিম স্থাপনা
ঢাকার প্রথম ঐতিহাসিক মসজিদ বিনত বিবি সেন্ট্রাল জামে মসজিদের খতিব ও আল আজহার ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী।