অলংকারী ইউনিয়নে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র নগদ অর্থ বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: করোনায় ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের শতাধিক অসহায়-গরীব পরিবারকে ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ (ইনক)’র পক্ষ হতে আর্থিক সহযোগীতা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় হলরুমে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ (ইনক)’র কার্যকরি সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল্লাহ আল মামুনুর রশীদের সভাপতিত্বে ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজম আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিলেট মহানগর শাখার সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, অলংকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শায়েকুর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সিলেট লেখক ফোরামের সভাপতি নাজমুল ইসলাম মকবুল।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মৌলভী খলিলুর রহমান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪