বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেলের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলা সদরের নতুন বাজারস্থ রামপাশা রোডে (জনতা ব্যাংকের সামনে) এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বিলপাড় দ্বীপবন্দ (মুন্সিবাড়ি) গ্রামের মৃত আনজব আলীর পুত্র প্রবাসী রফিজ আলী (৪০), একই গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র মুজিবুর রহমান (৩৫) ও মৃত আব্দুস শহীদের পুত্র লোকমান হোসেন (৩০)। গুরুতর আহত অবস্থায় রফিজ আলীকে সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে উপজেলা সদর থেকে বাড়ির উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে রওয়ানা দেন আহতরা। জনতা ব্যাংকের সামনে পৌছামাত্র রাস্তার পাশ থেকে আরেকটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে তারা পড়ে গিয়ে আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪