বিশ্বনাথে লাইব্রেরিতে চুরি সংগঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজারস্থ এ আর চেরাগ আলী মার্কেটে একটি লাইব্রেরিতে চুরি সংগঠিত হয়েছে। রবিবার দিবাগত রাতে থানা কম্পাউন্টের বিপরিতেই অবস্থি ‘সুসমিতা বই ঘর’ নামের ওই লাইব্রেরির পিছনের টিনের চাল কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে প্রতিষ্ঠানের ল্যাপটপ ও নগদ প্রায় ২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

সুসমিতা বই ঘর’র পরিচালক সমরেন্দ্র বৈদ্য সমর জানান বিষয়টি তিনি থানা পুলিশ-কে অবহিত করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪