বিশ্বনাথনিউজ২৪ :: ২১শে আগস্ট উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিআরডিবি মিলনায়তনে শুক্রবার বিকেল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দ্রুত ২১শে আগস্ট গ্রেনেড হামলার সকল ঘাতকদের বিচার প্রক্রিয়া শেষ করে রায় কার্যকর করার দাবী জানান। এসময় গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাস শংকু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য জহুর আলী মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা যুবলীগ নেতা মোহন মিয়া ও শেষে দোয়া পরিচালনা করেন পুরাণ বাজারস্থ বায়তুল আমান জামে মসজিদের সানি ঈমাম মৌলানা রিয়াজ উদ্দীন। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হাজী আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, সহ দপ্তর সম্পাদক নূরুল হক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, যুগ্ম সম্পাদক শাহাজান সিরাজ, আমির হোসেন, মুক্তার আলী, যুবলীগ নেতা শফিকুল ইসলাম শরিফ, সাইদুই ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমেদ খান প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।