বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু’র শশুর ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া জায়গীরদাপাড়া গ্রামের প্রবীণ মুরব্বী হাজী মো. ইব্রাহিম আলীর দাফন সম্পন্ন করা হয়েছে। ৭ আগষ্ট বিকেলে কুরুয়া আলিম মাদ্রাসা মাঠে মরহুমের অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মিরদারচর জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন। জানাযায় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম হাজী মো. ইব্রাহিম আলী শুক্রবার ৭ আগষ্ট (শুক্রবার) বিকেল সাড়ে ৫টায় নিজ কুরুয়া জায়গীরদারপাড়া গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুম হাজী মো. ইব্রাহিম আলীর মৃত্যুতে বিশ্বনাথ প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।