Search
Close this search box.

বিশ্বনাথে ৫দিন ধরে বৃদ্ধা নিখোঁজ

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ থেকে ছানারা বেগম নামের ৫১ বছর বয়সী এক মহিলা ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিয়াজানেরগাঁও গ্রামের তেরাব আলী স্ত্রী। গত ৩১ জুলাই বিকেল ৪ টার দিকে তিনি নিজ বাড়ি থেকে একই এলাকার সাবেক ইউপি চেয়ারম‌্যান মশরফ হোসেনের বাড়িতে যাওয়ার জন‌্য বের হন। কিন্ত তিনি সেখানে যাননি এবং নিজ বাড়িতেও ফিরে আসেননি।

নিখোঁজের পর থেকে ছানারা বেগমের ব‌্যবহৃত মোবাইল নাম্বারটিও (০১৩১০-৩৭৭১৩৫) বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান না পাওয়ায় এব‌্যাপারে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছেনস নিখোঁজ ছানারা বেগমের পুত্র নুরুল ইসলাম। ডায়েরী নং- ৭৯, তাং- ০৩/৮/২০২০ইং।

যদি কোন হৃদয়বান ব্যক্তি ছানারা বেগমের সন্ধান পেয়ে থাকেন তাহলে বিশ্বনাথ থানা অথবা তার পুত্র নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ (০১৭১১-৪৪৪৭৮২) করতে পরিবারের পক্ষ হতে আহবান করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত