নিজস্ব প্রতিবেদক :: সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁন। আজ রোববার (২১ জুন) দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র পেয়ে তিনি বাসায় ফিরেন। বিষয়টি বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর-কে নিশ্চিত করেন সাংসদের একান্ত সহকারী মো. কয়েছ মিয়া।
এমপি মোকাব্বির খাঁন শ্বাসকষ্ট নিয়ে সম্প্রতি সিএমএইচে ভর্তি হলে তাঁর শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। হাসোতালে ভর্তি হয়ে আইসিইউ’তে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তাঁর শারিরিক অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউ থেকে গতকাল শনিবার সকালে ভিআইপি ক্যাবিনে স্থানান্তর করা হয় এবং সম্পুর্ণ সৃস্থ হয়ে আজ রবিবার দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেন।
বিশ্বনাথ-ওসমানীনগর’সহ বাংলাদেশ ও বহির্বিশ্ব থেকে যারা রোগ মুক্তির জন্য দোয়া করেছেন এবং সাহস ও শক্তি যোগিয়েছেন তাদের প্রত্যকের প্রতি আন্তরিকভাব কৃতজ্ঞতা জানিয়েছেন মোকাব্বির খাঁন।