বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে স্বাস্থ্যবিধি না মেনে মাস্কবিহীন ঘরের বাইরে বের হওয়ায় ১০ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ওই জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দন্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায় উপজেলা সদরের বিভিন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ১০টি মামলায় ১০ জন ব্যক্তিকে জরিমানা বা আর্থিক দন্ড প্রদান করা হয়।
জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করেন।