বিশ্বনাথে ৫দিন ধরে রাজমিস্ত্রি নিখোঁজ : সন্ধান চেয়েছে পরিবার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে রহমত আলী (৩৭) নামে এক রাজমিস্ত্রি ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের তাজ আলীর দ্বিতীয় পুত্র। তিন পুত্র সন্তানের জনক রহমত দীর্ঘদিন ধরে বিশ্বনাথ নতুন বাজারের খাজাঞ্চী সড়কের আনোয়ার ভিলায় বসবাস করে আসছেন। গত ১লা জুন সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট শহর থেকে উপজেলা শহরে ফেরার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ রহমত আলীর সন্ধান চেয়ে ৪ঠা জুন বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরী (নং ৯১) করেছেন তার ছোট ভাই লিয়াকত আলী।

ডায়েরীতে উল্লেখ করা হয়, রহমত আলীর গায়ের রঙ উজ্জল শ্যামলা ও উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি। কথা বলেন সিলেটের আঞ্চলিক ভাষায়। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও চেক শার্ট। যদি কোন ব্যক্তি তার সন্ধান পান, তাহলে বিশ্বনাথ থানায়, নীচের ঠিকানায় অথবা নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছে নিখোঁজ রহমত আলীর পরিবার। আনোয়ার আলী, পৌদনাপুর, অলংকারী ইউপি, বিশ্বনাথ, সিলেট, ফোন : ০১৭৩২৬৮২২৭২ অথবা লিয়াকত আলী, তেলিকোনা, খাজাঞ্চী ইউপি, বিশ্বনাথ, সিলেট, ফোন : ০১৭৫৮২২২৫৭৩।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪