ছাতক সংবাদদাতা :: ছাতকে ‘আমির খোশবাহার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের’ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রাস্টের ফাউন্ডার সদস্য যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব বাহার উদ্দিন, স্থানীয় মাওলানা কামরুজামাল, সাইফুল আলম, মাস্টার আব্দুল আলী, আবুল কালাম, সমছু মিয়া, আব্দুল আলীম, আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের হত-দরিদ্র ৫শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।