বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামে ১৩তম ইসলামী সুন্নী মহা-সম্মেলন সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও আল্লামা ফুলতলী (র.) ঈসালে সাওয়াব উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ১৩তম ইসলামী সুন্নী মহা-সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রবীণ মুরব্বি আলহাজ্ব মো. জিলু মিয়া’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ মাওলানা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী।

প্রধান বক্তার হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল মজিদ ফিরোজপুরী। বিশেষ অতিথির আলোচনা পেশ করেন ইকড়ছই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, বুরাইয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ইসলামী চিন্তবিদ মাওলানা তাজ উদ্দিন আহমদ তাজুদ, শিক্ষাবিদ মাওলানা মাহমুদুল হাসান, শাহজালাল সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা এখলাছুর রহমান, পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা নাছির উদ্দিন, বর্তমান ইমাম মাওলানা জাহিরুল ইসলাম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪