
বিশ্বনাথে শিশুকন্যাকে শ্বাসরুদ্ধ করে হত্যা : পাষন্ড মা আটক
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ২৫ - ২০১৯ | ৯: ৪৫ অপরাহ্ণ | সংবাদটি 1395 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে দাম্পত্য কলহের জের ধরে আরুহী দে নামের দেড় বছর বয়সী এক শিশুকন্যাকে শ্বাসরুদ্ধ করে খুন করেছেন পাষন্ড মা। রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী (দত্তপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে সোমবার দুপুরে থানা পুলিশ সিলেট ওসমানী হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং মা সীমা রাণী দে (২৫) কে আটক করে। সীমা অই গ্রামের বাক প্রতিবন্ধী সুমন কুমার দে’র স্ত্রী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের দায় স্বীকার করেছেন।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য অশান্তি চলছিল সুমন-সীমার মধ্যে। এর জেরে অই রাতে অবুঝ শিশুকন্যা আরুহী দে’কে শ্বাসরুদ্ধ করে খুন করেন সীমা। পরে আরুহীকে নিয়ে যাওয়া হয় সিলেট ওসমানী হাসপাতালে। ঘটনার খবর পেয়ে বিশ্বনাথ থানার একদল পুলিশ সেখান থেকে সীমাকে আটক ও আরুহী দে’র মরদেহ উদ্ধার করে।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

