সারিকার হঠাৎ বিয়ে এবং চায়ের নিমন্ত্রণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

36465_sarসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসেছেন সারিকা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত ১২ই আগস্ট রাতে ঘরোয়া আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্রের নাম মাহিন করিম। তিনি পেশায় ব্যবসায়ী। বিয়ের ঘরোয়া অনুষ্ঠান হয়েছে উত্তরায় মাহিম করিমের বাসায়। এ সময় দুই পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত ছিলেন। বিয়ের পর নিজের ফেসবুক পেইজে নিজের প্রোফাইলে বরের সঙ্গে তোলা একটি ছবিও দিয়েছেন সারিকা। এদিকে সংবাদমাধ্যমকে বিয়ের খবরটি জানাতে আজ বিকাল চারটায় সারিকা রাজধানীর বনানীর একটি অভিজাত রেস্তোরাঁয় চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে বিয়ের বিষয়ে বিস্তারিত আলাপ করার কথা রয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই সারিকা। মিডিয়ার সবার সঙ্গেই যোগাযোগ কমিয়ে দিয়েছেন। অনেকটা স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছেন বলা যায়। গেল রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হয় অপুর্বর পরিচালনায় সারিকার শেষ টেলিছবি ‘ব্যাকডেটেড’। এদিকে ই-মেইলে পাঠানো সারিকার ‘চায়ের আমন্ত্রণ পত্র’টি ছিল এমন-
সারিকার চায়ের নিমন্ত্রণ
আমি সারিকা আপনাদের প্রিয় মডেল-অভিনেত্রী। গত বেশ কিছুদিন ধরেই আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে মিডিয়া থেকে দূরে আছি। তবে এখন আমি মনে করছি, এই সময় আপনাদের দোয়া এবং ভালবাসা আগামীতে আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
সঙ্গত কারণে আজ ১৩ই আগস্ট, বুধবার বিকাল ৪টায় প্ল্যাটিনাম সুইট, বাসা- ৫৮, রোড-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩তে আমি থাকছি আপনার অপেক্ষায়। আমরা আড্ডা দেয়ার পাশাপাশি একসঙ্গে বসে খোলামেলা কথা বলতে চাই। এতে আপনাকে সাদর আমন্ত্রণ। আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।
নিবেদক
সারিকা

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪