Search
Close this search box.

বিশ্বনাথে সরকারি উন্নয়ন কাজের নামফলক উধাও!

নামফলক
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে সরকারি উন্নয়ন কাজের নামফলক গায়েবের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে অজ্ঞাতনামা কে বা কারা উঠিয়ে নিয়েছে এটি। এ ঘটনায় গেল সোমবার (২১ আগস্ট) রাতে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (নাম্বার: ৯৬২) করেছেন উপজেলার দশঘর ইউনিয়নের জাহিদ হাসান আজাদ নামের এক ব্যক্তি।

সাধারণ ডয়েরিতে প্রকাশ, বিশ্বনাথ উপজেলা পরিষদের সরকারি বরাদ্দ থেকে (এডিপি-২০২২-২৩) দশঘর ইউনিয়নের পূর্ব দশঘর পিচঢালা রাস্তা থেকে আজাদ মিয়ার বাড়ি পর্যন্ত সিসি ঢালাই কাজ সম্প্রতি সস্পন্ন করা হয়। কাজ শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়ার নাম সম্বলিত উদ্বোধনী ফলক স্থাপন করে কর্তৃপক্ষ। এর কয়দিন পর চলতি মাসের ১০ আগস্ট রাতের আঁধারে এ নামফলক উঠিয়ে নিয়ে যায় অজ্ঞাতনামা কে বা কারা।

আজাদ মিয়ার ধারণা, কিছু কুচক্রীমহল সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে নামফলকটি তুলে নিয়ে গেছে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরির আলোকের তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত