AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৪ - ২০১৫ | ১১: ৪৬ অপরাহ্ণ

ন
সভাপতি শামিম, সম্পাদক হাসমত

তজম্মুল আলী রাজু ও নূর উদ্দিন :: প্রবাসী অধ্যুষিত সিলেটের অন্যতম আলোচিত বিশ্বনাথে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শামিম আহমদ ছাতা প্রতিক নিয়ে ৩৮৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী শহিদ মেম্বার আনরাস প্রতিক নিয়ে ২৫১ ভোট পেয়েছেন, সহ-সভাপতি পদে হাজী মো.নুর মিয়া বাইসাইকেল প্রতিক নিয়ে ৫৭৫ ভোট,মতছির আলী কাপপিরিচ প্রতিক নিয়ে ৩৩০ ভোট, হাজী আমির তালা প্রতিক নিয়ে ২৩৯ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিটকতম প্রতিদ্বন্ধী হারুনুর রশিদ করস প্রতিক নিয়ে ২৩৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে হাসমত আলী ফুটবল প্রতিক নিয়ে ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সবুর মিয়া ডাব প্রতিক নিয়ে ২১৫ ভোট পেয়েছেন। সহ-সাধারন সম্পাদক পদে নুরুল হক ইড়োজাহান প্রতিক নিয়ে ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী আবদুস সালাম গরুর গাড়ি প্রতিক নিয়ে ৩৯৪ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে নবীন সুহেল টেবিল ফ্যান প্রতিক নিয়ে ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জহির আলী গোলাপফুল প্রতিক নিয়ে ৩১৯ ভোট পেয়েছেন। সমাজ কল্যাণ পদে জাহাঙ্গীর আলম কবির টিয়াপাখি প্রতিক নিয়ে ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদন্ধী নাজমুল ইসলাম মই প্রতিক নিয়ে ২৭০ ভোট পেয়েছেন। প্রচার ও দপ্তর সম্পাদক পদে শামিম আহমদ সেবুল আম প্রতিক নিয়ে ৪২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী জিউয়ার রহমান হারিকেল প্রতিক নিয়ে ৩৯১ ভোট পেয়েছেন।

১নং ওয়ার্ড সদস্য পদে এমদাদ হোসেন নাইম খেজুর গাছ প্রতিক নিয়ে ২২৪ ভোট, আবদুল মতিন সেলাই মেশিন প্রতিক নিয়ে ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিটকতম প্রতিদ্বন্ধী বিলাল আহমদ প্রজাপতি প্রতিক নিয়ে ১২৯ পেয়েছেন। ২নং ওয়ার্ড সদস্য পদে জয়নাল মিয়া সেলাই মেশিন প্রতিক নিয়ে ১৬৯ ভোট,সুন্দর আলী রুহের বালতি প্রতিক নিয়ে ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের তার নিকটতম প্রতিদ্বন্ধী আশক আলী খেৎুরগাছ প্রতিক নিয়ে ৬২ ভোট পেয়েছেন। ৩ নং ওয়ার্ড সদস্য পদে গিয়াস উদ্দিন প্রজাপতি প্রতিক নিয়ে ৯৮ ভোট, ইমরান আলী বালতি প্রতিক নিয়ে ৮১ ভোট নির্বাচিত হয়েছেন। তাদের তার নিটকমত প্রতিদ্বন্ধী আবদুল মতিন খেৎুরগাছ প্রতিক নিয়ে ৫৫ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়। এক টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। বিকেল ৪টার পর ভোট গননা শুরু হয়ে রাত ১০টায় ফলাফল ঘোষনা করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণভাবে ভোট গস্খহন সম্পন্ন হয়। এবারে নির্বাচনে ১৫টি পদে ৩৩জন প্রার্থী অংশ গ্রহন করছেন।

আরো সংবাদ