বিশ্বনাথের ছহিফাগঞ্জ মাদ্রাসার দুই দিনব্যাপী ‘গৌরবের শতবর্ষ উদযাপন’ অনুষ্ঠান সম্পন্ন 

Ayas-ali-Advertise
বিশ্বনাথের ছহিফাগঞ্জ মাদ্রাসার দুই দিনব্যাপী 'গৌরবের শতবর্ষ উদযাপন' অনুষ্ঠান সম্পন্ন 
বিশ্বনাথের ছহিফাগঞ্জ মাদ্রাসার দুই দিনব্যাপী 'গৌরবের শতবর্ষ উদযাপন' অনুষ্ঠান সম্পন্ন ।
বিশ্বনাথের ছহিফাগঞ্জ মাদ্রাসার দুই দিনব্যাপী 'গৌরবের শতবর্ষ উদযাপন' অনুষ্ঠান সম্পন্ন 
বিশ্বনাথের ছহিফাগঞ্জ মাদ্রাসার দুই দিনব্যাপী 'গৌরবের শতবর্ষ উদযাপন' অনুষ্ঠান সম্পন্ন ।
Facebook
Twitter
WhatsApp

সুরমা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের একটি নিভৃত পল্লী গত দুই দিন ছিল উৎসবমুখর। শত বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত ‘গৌরবের শতবর্ষ উদযাপন’ অনুষ্ঠান পরিণত হয়েছিল এক আবেগঘন মিলনমেলা উৎসবে। রবিবার (৪ জানুয়ারি) বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা নামে দুই দিনব্যাপী বিশাল আয়োজনের।

​সমাপনী দিনের প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কেবল কেতাবি শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, পরকালের পাথেয় হিসেবে ইসলামী শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। নবীজির আদর্শে জীবন পরিচালনা করলেই মানুষের জীবনের পূর্ণতা আসে।’ তিনি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, ‘৩৫ বছরের পুরনো শাবিপ্রবিতে কোনো ইসলামী বিভাগ নেই। সিলেটবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি পূরণে ইতিমধ্যে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে এবং দ্রুতই তা বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী।’

​বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ড. সৈয়দ রাগীব আলী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে নিজের জন্মমাটির উন্নয়নে কাজ করতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। এমন সৌভাগ্য সবার হয় না। আমাদের পরবর্তী প্রজন্মকেও শিক্ষার মশাল হাতে এগিয়ে আসতে হবে।’

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ তাজ উদ্দিন ও ​সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা, কামালবাজার ফাজিল মাদ্রাসার সাবেক সভাপতি মাওলানা বোরহান আহমদ, সাবেক অধ্যক্ষ এ কে এম মনোওর আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি সভাপতি মাফিজ খান, ট্রাস্টি ফারুক আহমদ, মঈন উদ্দিন, সলিসিটর এমরান আহমদ, উম্মাহ আপিল ইউকে ট্রাস্টি বোর্ডের শিক্ষা পরিচালক আব্দুল আলিম মুসা, এসএফ ইংলিশ একাডেমির স্বত্বাধিকারী ফখরুল খান।

​জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা নাসিম আহমদের সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ ও শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক মাওলানা আব্দুর রউফ।

​শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ফয়ছল আহমদ সুবাহদারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, প্রবাসী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল মাদ্রাসা প্রাঙ্গণ। দিনভর ঢাকা থেকে আগত শিল্পী মশিউর রহমান ও দিশারী শিল্পীগোষ্ঠীসহ অন্যান্য শিল্পীদের হামদ-নাত, স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে এক অন্যরকম আবহের সৃষ্টি হয়।

সমাপনী দিনে ​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হাসমত উল্লাহ, গভর্নিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহান চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪