বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুক্তরাজ্য শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান আবুল কালাম আজাদ। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আবুল কালাম আজাদ বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান লিলু মিয়ার বড় ভাই।
সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং সিলেটের ওসমানীনগর উপজেলার কৃতি সন্তান খসরুজ্জামান খসরুকে সদস্য সচিব করে দুই সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এদিকে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় সিলেট-২ আসনের অন্তর্ভুক্ত এই দুই উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া’সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি আবুল কালাম আজাদের গ্রামের বাড়িসহ উপজেলা বিএনপি পরিবারের মধ্যে মিষ্টি বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এ বিষয়ে আবুল কালাম আজাদের ছোট ভাই লিলু মিয়া বলেন, ‘আবুল কালাম আজাদের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং প্রবাসে দলীয় আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
উল্লেখ্য, যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি এমএ মালেক সিলেট-৩ আসন এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ সুনামগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর ধরে কার্যক্রম চালানো আগের কমিটির মেয়াদের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো।
আরোও পড়ুন:: ভিডিওকলে মা ও স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিশ্বনাথের প্রবাসী মতিন!।





