বিশ্বনাথে দিনদুপুরে সাংবাদিকের ভাইয়ের বসতঘরে চুরি

Ayas-ali-Advertise
বিশ্বনাথে দিনদুপুরে সাংবাদিকের ভাইয়ের বসতঘরে চুরি
বিশ্বনাথে দিনদুপুরে সাংবাদিকের ভাইয়ের বসতঘরে চুরি।
বিশ্বনাথে দিনদুপুরে সাংবাদিকের ভাইয়ের বসতঘরে চুরি
বিশ্বনাথে দিনদুপুরে সাংবাদিকের ভাইয়ের বসতঘরে চুরি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার বিশ্বনাথেরগাঁও গ্রামে দিনদুপুরে এক সাংবাদিকের বড় ভাইয়ের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গ্রিল কেটে ঘরে ঢুকে চোরেরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

​ক্ষতিগ্রস্ত আব্দুল লতিফ বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্নার বড় ভাই। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।

​আব্দুল লতিফ জানান, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি স্ব-পরিবারে বসতঘর তালাবদ্ধ করে এক আত্মীয়ের বিয়েতে যান। বাড়ি ফিরে দেখেন, ঘরের গ্রিল কাটা। ভেতরে প্রবেশ করে দেখেন, ঘরে রক্ষিত ১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। চুরি ও ভাঙচুরের কারণে তাঁর প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

​ঘটনাটি জানাজানি হওয়ার পর বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

​বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪