বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর নিবাসী, বীর মুক্তিযোদ্ধা হুসন আলী আর নেই। তিনি আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪টা ৫২মিনিটে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে হয়েছিল আনুমানিক ১০৫ বছর। তিনি ৪ছেলে, ৪মেয়ে, নাতিনাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা হুসন আলীর ছেলে শফিক মিয়া জানিয়েছেন, তার বাবা সম্প্রতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার জন্ম ১২আগস্ট ১৯২০।
মরহুমের জানাজা আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ২টায় জামালপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা হুসন আলীর মৃত্যুতে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মো. আমির আলী পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
আরোও পড়ুন:: প্রবাসীদের সম্মানে যে সুখবর দিলেন সিলেটের ডিসি।







