আজকের পর থেকে বন্ধ হবে অতিরিক্ত সিম

Ayas-ali-Advertise
আজকের পর থেকে বন্ধ হবে অতিরিক্ত সিম
আজকের পর থেকে বন্ধ হবে অতিরিক্ত সিম।
আজকের পর থেকে বন্ধ হবে অতিরিক্ত সিম
আজকের পর থেকে বন্ধ হবে অতিরিক্ত সিম।
Facebook
Twitter
WhatsApp

একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ফলে নির্ধারিত সীমার বাইরে থাকা এসব সিমে আর নেটওয়ার্ক পাওয়া যাবে না।

সম্প্রতি বিটিআরসি থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন গ্রাহক তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন রাখতে পারবেন। এর বেশি সিম নিবন্ধিত থাকলে বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

গ্রাহকদের জানানো হয়েছে, তারা নিজের ইচ্ছামতো ১০টি সিম সক্রিয় রাখতে পারবেন। অতিরিক্ত সিম থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে সেগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।

সময়সীমা শেষ হলে কমিশন দৈবচয়ন পদ্ধতিতে (র‌্যান্ডম সিলেকশন) অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একটি এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে যেকোনো মোবাইল অপারেটর—গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক—থেকে *১৬০০১# ডায়াল করতে হবে। এরপর ফিরতি বার্তায় জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাওয়া হবে। সেই সংখ্যা পাঠানোর পর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪