সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় রেললাইন থেকে মতিউর রহমান (২৭) নামে এক কলেজছাত্রের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনের পাশের রেললাইন থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত মতিউর জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানি ছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি এমসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি পড়াশোনা করতেন।
পরিবারের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, সম্প্রতি তার ঘনিষ্ঠ বন্ধু জালালের সঙ্গে কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মতিউর। পুলিশ ধারণা করছে, ভিডিও প্রকাশের কারণে লোকলজ্জার ভয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এই মৃত্যু এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি করেছে।
মৃতকের বড় ভাই রিয়াজুল ইসলাম বলেন, “মতিউর আমাদের পরিবারের সবচেয়ে ছোট, খুব আদরের সন্তান। ওর পরীক্ষা চলছিল। উপশহরের বোনের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।”
স্থানীয়রা জানান, মতিউর একজন সুশৃঙ্খল, মেধাবী ও নম্র ছাত্র ছিলেন। তার এমন শোকজনক পরিণতি কেউ মানতে পারছেন না। এলাকাবাসীর ধারণা, মানসিক চাপের কারণে হয়তো সে চরম সিদ্ধান্ত নিয়েছে।
সিলেট রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, “লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
আরোও পড়ুন:: বিএনপির যুগ্ম মহাসচিব হলেন সিলেটের হুমায়ুন কবির।






