সিলেটের বিশ্বনাথে মুসলিম হেল্প ইউকে’র উদ্যোগে নির্মাণাধীন মেটারনিটি হাসপাতালটির কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্মাণ সম্পন্ন হলে এ হাসপাতাল থেকে অবহেলিত ও বঞ্চিত প্রসূতি মায়েদের বিনামূল্যে সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (১২ অক্টোবর) সকালে বিশ্বনাথ পৌরসভার কাউপুর গ্রামে প্রায় ৭.২ একর (৭২০ শতক) ভূমির ওপর নির্মাণাধীন মেটারনিটি হাসপাতালের প্রথম তলার ছাদ ঢালাই কাজ সম্পন্ন হয়। এ সময় পৃথক প্রতিক্রিয়ায় প্রকল্প সংশ্লিষ্টরা জানান, হাসপাতালটি চালু হলে এটি মানবসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
এর আগে গত শুক্রবার (১০ অক্টোবর) হাসপাতাল সংলগ্ন মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেটারনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান প্রবাসী আলহাজ্ব আব্দুছ ছুবহান বলেন, “আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি। এই প্রকল্পে দেশ ও প্রবাস থেকে যারা আর্থিকভাবে সহায়তা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাই। মানবতার এই মহান উদ্যোগে যারা আজীবন সদস্য হতে বা যুক্ত হতে চান, তারা যেকোনো সময় আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন।”
সহ-ব্যবস্থাপক পরিষদের সদস্য প্রবাসী আখলাকুর রহমান পান্না বলেন, “সবাইয়ের সহযোগিতায় হাসপাতালটি চালু হলে বিশ্বনাথসহ আশপাশের এলাকার অসহায় ও চিকিৎসাবঞ্চিত প্রসূতি মায়েদের জন্য বিনামূল্যে সেবা প্রদান সম্ভব হবে। পাশাপাশি ধীরে ধীরে সব ধরনের চিকিৎসা সেবা চালুর পরিকল্পনাও রয়েছে। প্রবাসী ও বিত্তবানদের সহায়তা অব্যাহত থাকলে ভবিষ্যতে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপনেরও উদ্যোগ নেওয়া হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম, ব্যবসায়ী মাওলানা নজরুল ইসলাম, সংগঠক ফখর উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।