বিশ্বনাথে প্রথম দিনে টাইফয়েডের টিকা নিল ২ হাজার ৮৬২ শিক্ষার্থী

Ayas-ali-Advertise
বিশ্বনাথে প্রথম দিনে টাইফয়েডের টিকা নিল ২ হাজার ৮৬২ শিক্ষার্থী
বিশ্বনাথে প্রথম দিনে টাইফয়েডের টিকা নিল ২ হাজার ৮৬২ শিক্ষার্থী।
বিশ্বনাথে প্রথম দিনে টাইফয়েডের টিকা নিল ২ হাজার ৮৬২ শিক্ষার্থী
বিশ্বনাথে প্রথম দিনে টাইফয়েডের টিকা নিল ২ হাজার ৮৬২ শিক্ষার্থী।
Facebook
Twitter
WhatsApp

সারা দেশের মতো সিলেটের বিশ্বনাথেও প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ‘টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়।

প্রথম দিনেই উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ২ হাজার ৮৬২ জন শিক্ষার্থীকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হয়। এ ছাড়া জন্মসনদবিহীন শিশু ও পথশিশুরাও এই বিনামূল্যের টিকার আওতায় আসবে বলে জানানো হয়েছে।

এক মাসব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত, এরপর বাড়ি বাড়ি গিয়ে বাকি শিশুদের টিকা প্রদান করা হবে। প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সব শিক্ষার্থীকে এক ডোজ করে টিকা দেওয়া হবে।

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার শিক্ষার্থী ও স্থানীয় কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫১ হাজার ৯০৮ জন শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।

টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেন সুমন। স্বাস্থ্য পরিদর্শক সবিনয় দাশ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহিমা আক্তার, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. তপজিত ভট্টচার্য্য, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, প্রাথমিক সদস্য সুজিত দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আলী আহমদ, স্বাস্থ্য পরিদর্শক অজিত রঞ্জন দেবসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪