কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসে সামাজিক সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন উইন্ডস’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) স্থানীয় সুইটচিলি রেস্টুরেন্টে এই কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
কমিউনিটি ব্যক্তিত্ব শাহেদ আহমেদের সভাপতিত্বে সংগঠক শহিদুল কমর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে শামিম আহমেদকে আহ্বায়ক ও ফাহাদ আহমেদ তালুকদারকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহ্বায়ক মো. নুহেল নেওয়াজ চৌধুরী, মুজিবুল হক, ফারজানা আক্তার পান্না, শারমিন আক্তার, আনিসুর রহমান লিটন।
সদস্যরা হলেন আহবাব হোসেন রাসেল, শহিদুল কমর চৌধুরী, সামিন ইয়াসার জাবেদ, জাহিদুল ইসলাম, পাবক রায় পিয়াল, প্রাপ্তি পারমিতা।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শামীম আহমেদ, মো. নুহেল নেওয়াজ চৌধুরী, ছালেহ আহমেদ শান্ত, মুজিবুল হক, শারমিন আক্তার, সামিন ইয়াসার জাবেদ, জাহিদুল ইসলাম, আনিসুর রহমান লিটন ও কামরান আহমেদ প্রমুখ।
সভায় আগামী ৩ মাসের মধ্যে উইন্ডসে বসবাসরত বৃহত্তর সিলেটের সবাইকে একত্রিত করে একটি পুর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করাসহ সংগঠনের সুদূর প্রসারি কার্যক্রম নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়।-প্রেসবিজ্ঞপ্তি