ফ্রান্সের প্যারিসে বাংলাদেশী অধ্যুষিত এলাকা গার্দুনদে অবস্থিত ফুলকলি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রবাসে অবস্থানরত সাবেক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সর্বসম্মতিতে বিশ্বনাথ উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সাবেক বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা ফারুক আহমেদকে সভাপতি ও সাবেক যুবদল নেতা ইরশাদ হোসাইনকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়।
এছাড়া, সাবেক যুবদল নেতা নজির আহমেদকে জ্যেষ্ঠ সহসভাপতি, সাবেক ছাত্রদল নেতা এনামুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা শামীম আহমেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঘোষণা দেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলনকে আরও বেগবান করা হবে। একইসাথে সভায়, আসন্ন জাতীয় নির্বাচনে ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে তাঁর বিজয় নিশ্চিত করতে দেশ-বিদেশে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।-প্রেসবিজ্ঞপ্তি