বিশ্বনাথে উল্টো রথের মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা মহোৎসব

Ayas-ali-Advertise
বিশ্বনাথে উল্টো রথের মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা মহোৎসব
বিশ্বনাথে উল্টো রথের মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা মহোৎসব
বিশ্বনাথে উল্টো রথের মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা মহোৎসব
বিশ্বনাথে উল্টো রথের মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা মহোৎসব
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৫ জুলাই) ব্রাহ্মমুহূর্তে শ্রীশ্রী জগন্নাথদেবের আবাহন ও পূজার্চ্চনার মাধ্যমে উল্টো রথযাত্রার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। রথযাত্রা মহোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা ও থানা প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামস্থ ‘বিশ্বরূপ মডেল মন্দির’ প্রাঙ্গণ থেকে ‘জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদ’ এর উদ্যোগে ৪র্থ বারের মতো ‘রথযাত্রা ও উল্টো রথযাত্রা’ পালিত হয়। উল্টো রথযাত্রার রথ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘বিশ্বরূপ মডেল মন্দির’-এ গিয়ে শেষ হয়। এই উত্সবে বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বী অংশগ্রহণ করেন।

এছাড়া, উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রাম, খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রাম এবং বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামে ‘রথযাত্রা ও উল্টো রথযাত্রা’ পালনের মাধ্যমে ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ আয়োজন করা হয়।

উল্টো রথযাত্রার রথ পরিক্রমার সময় নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। উল্টো রথযাত্রার চলাকালীন সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের পরিচালক রমা কান্ত দে সহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪