সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৫ জুলাই) ব্রাহ্মমুহূর্তে শ্রীশ্রী জগন্নাথদেবের আবাহন ও পূজার্চ্চনার মাধ্যমে উল্টো রথযাত্রার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। রথযাত্রা মহোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা ও থানা প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামস্থ ‘বিশ্বরূপ মডেল মন্দির’ প্রাঙ্গণ থেকে ‘জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদ’ এর উদ্যোগে ৪র্থ বারের মতো ‘রথযাত্রা ও উল্টো রথযাত্রা’ পালিত হয়। উল্টো রথযাত্রার রথ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘বিশ্বরূপ মডেল মন্দির’-এ গিয়ে শেষ হয়। এই উত্সবে বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বী অংশগ্রহণ করেন।
এছাড়া, উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রাম, খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রাম এবং বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামে ‘রথযাত্রা ও উল্টো রথযাত্রা’ পালনের মাধ্যমে ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ আয়োজন করা হয়।
উল্টো রথযাত্রার রথ পরিক্রমার সময় নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। উল্টো রথযাত্রার চলাকালীন সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের পরিচালক রমা কান্ত দে সহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:: বিশ্বনাথে কেক কেটে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।