সিলেটে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে সিলেটে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই জনে।
বুধবার (২ জুলাই) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, ডাক্তার মো. মিজানুর রহমান জানিয়েছেন, করোনা ভাইরাসে নিহত ৮০ বছর বয়সী ব্যক্তি মৌলভীবাজার জেলার বাসিন্দা। তিনি করোনা ছাড়াও আরও কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন।
এদিকে, গত ২৬ জুন সিলেটে করোনায় একজনের মৃত্যু ঘটে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৪১ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সিলেটে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
আরও পড়ুন:: সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, নারীসহ নিহত ২।