সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী যাত্রী এবং মাইক্রোবাসের চালক রয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর এলাকার মডেল বাজারে নবীগঞ্জ থানাধীন স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী যাত্রীর নাম আনোয়ারা বেগম। তিনি পাবনার জেলার বাসিন্দা। এছাড়া, মাইক্রোবাসের চালক নাঈম আহমদ জয় (২৭), সিলেটের সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য হিসেবে পরিচিত।
তথ্য অনুযায়ী, আনোয়ারা বেগম ও তার পরিবার সিলেট থেকে ঢাকা স্থানান্তরের জন্য যাত্রা শুরু করেছিলেন। বুধবার ভোরে তারা নাঈম আহমদ জয় চালিত মাইক্রোবাসে ঢাকা যাওয়ার পথে মডেল বাজারে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিস্তারিত জানায়। মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৬ জন ছিলেন। তাদের মধ্যে ২ জন নিহত হন এবং বাকি যাত্রীরা আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।]
আরও পড়ুন:: ড. এনামুল হক চৌধুরীকে কুশিয়ারা ক্রিকেট কাউন্সিলের সংবর্ধনা