সিলেটের বিশ্বনাথে রেসকিউ লাইফ ফাউন্ডেশনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ৮ম বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্বনাথ পৌর শহরের একাধিক স্থানে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী ব্যক্তিদের সংখ্যা বাড়ানো।
বিশ্বনাথ এইড ইউকে’র সভাপতি এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কের সহ-সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী জনাব আব্দুল রহিম রঞ্জুর পৃষ্ঠপোষকতায় এটি আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুন নুর তুষার।
সংঘঠনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি নজির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-প্রচার সম্পাদক হাফিজ উদ্দিন, মাহিন খান, রক্ত বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, প্রিন্ট মিডিয়া সম্পাদক আল হাদী, কার্যকরী সদস্য শুভ্র দেব শুভ, আল আমিন, সদস্য রাজুল ইসলাম, তানিম, মাহিম, তানজির প্রমুখ।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সদস্যরা জানান, “আমাদের লক্ষ্য তরুণ সমাজের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে আগ্রহ তৈরি করা। বর্তমানে তরুণ সমাজের মধ্যে রক্তদানের ব্যাপারে অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে। আমরা চাই, তরুণরা নিজের ব্লাড গ্রুপ জানতে এবং প্রয়োজনে মুমূর্ষ রোগীদের সাহায্য করার জন্য প্রস্তুত হোক।” তারা আরও জানান, “এ পর্যন্ত ৮টি সফল ক্যাম্পেইন আয়োজন করেছি এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ আমরা চালিয়ে যেতে চাই।”
আরও পড়ুন:: বিশ্বনাথে সেনাবাহিনীর হাতে আটক আলোচিত ইয়াবা সম্রাট তবারক