কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করার ঘটনায় ধর্ষক ফজর আলীর ফাঁসির দাবিতে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরে বিশ্বনাথ পৌরসভার বাসিয়া ব্রিজে ‘বিশ্বনাথ নারী শান্তি সহায়ক দল’র উদ্যোগে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ নারী শান্তি সহায়ক দলের সমন্বয়ক স্বপ্না শাহীনের সভাপতিত্বে এবং সচিব হাজেরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ পিএফজির নারী এম্ব্যাসেডর নাসরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
এছাড়াও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিশ্বনাথ নারী শান্তি সহায়ক দলের সদস্য রেসনা বেগম, মুক্তা রাণী নাথ, ইয়ুথ পিস-এম্ব্যাসেডর গ্রæপের শারমীন আক্তার, হাজেরা বেগম, সুজিনা বেগম, নারী নেত্রী রোকসানা, রাদিফা বেগম, পারুল বেগম, মাধুরী, দিপ্তী, রুজিনা, বিশ্বনাথ পিএফজির সমন্বয়কারী সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, এম্ব্যাসেডর সাংবাদিক তজম্মুল আলী রাজু, সদস্য হাসান মাহমুদ রিপন, হোসাইন আহমদ শাহীন।
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে নারীদের ওপর নির্যাতনের ঘটনায় অপরাধীদের বিচার না হওয়ায়, দেশে বারবার এমন ঘটনা ঘটছে। যদি পুরানো ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং ওই ধর্ষণের ঘটনাও বিচার না পায়, তাহলে নারীর অধিকার ও মর্যাদা আরও বিপন্ন হবে। তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অভিযুক্ত ফজর আলীর ফাঁসির দাবি করেন বক্তারা। একই সঙ্গে ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় আইনি, মানসিক ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।
আরও পড়ুন:: বিশ্বনাথ পৌরসভার বাজেট ঘোষণা, নাগরিক সুবিধা উন্নয়নে বিশেষ বরাদ্দ নির্ধারণ