সৌদি আরবের জেদ্দায় বালাগঞ্জের ২সন্তানের জনক ফয়ছল আহমদ নূর আলী (৪৬) আকস্মিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার (১৮ জুন) সৌদি আরবের জিদ্দায় স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বের হবার পর তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সজ্ঞাহীন হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়ছল আহমদ নূর আলী বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের খুজগীপুর (ফুলতৈল) গ্রামের প্রয়াত ইউপি সদস্য মৃত হাছন আলীর বড় ছেলে। তিনি আনুমানিক ৬/৭মাস আগে সৌদি আরব গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১মেয়ে, ১ছেলে, মা, ৩ভাই ২বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে অমায়িক ফয়ছল আহমদ নূর আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলাপকালে তার ছোট ভাই মো. সাহেদ আহমদ জানান, মৃতদেহ দেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে।
আরও পড়ুন:: বিয়ের তিন দিন পর সিলেট সীমান্তের ওপারে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ।