সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার রেশ এখনও সবার মাঝে বিদ্যমান। জাতীয় স্টেডিয়ামে হামজা দেওয়ান চৌধুরী ও শমিত সোমদের খেলা দেখতে টিকিট সংগ্রহ করতে অনলাইনে বিপুল প্রতিযোগিতা ছিল। ফুটবল উন্মাদনার এ ধারাবাহিকতা এবার ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি চট্টগ্রাম কিংবা সিলেটে আয়োজনের কথা ভাবছে বাফুফে। তবে স্টেডিয়ামের বর্তমান অবস্থা বিচার করে সিলেটের পরিস্থিতি অনেক ভালো। বিশেষত, হামজা দেওয়ানের বিভাগ সিলেট হওয়ায় সেখানে ম্যাচ আয়োজনের সম্ভাবনা বেশি।
এ বিষয়ে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বৃহস্পতিবার সমকালের সঙ্গে আলাপকালে বলেন, “আমার ব্যক্তিগত ইচ্ছে, হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ঢাকার বাইরে আয়োজন করা। তবে সবকিছু জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বর্তমানে বাফুফেকে বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও চট্টগ্রাম স্টেডিয়ামে ফ্লাডলাইট নেই এবং গ্যালারির চেয়ারগুলোর অবস্থাও সন্তোষজনক নয়, ফলে চট্টগ্রামে ম্যাচ আয়োজন করা কিছুটা কঠিন। তবে, ফাহাদ করিম মনে করেন, তিন মাসের মধ্যে ফ্লাডলাইটের ব্যবস্থা করা সম্ভব।
তিনি আরও বলেন, “সিলেটেও ম্যাচ আয়োজন করলে ভালো হবে। সিলেটে ফ্লাডলাইট রয়েছে, গ্যালারির ধারণক্ষমতা ১৫ হাজার এবং হামজা সেখানে খেলা থাকলে টিকিটের জন্য বিপুল চাহিদা হবে।”
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির জন্য টিকিফাইয়ের সঙ্গে বাফুফের অসন্তোষ রয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচগুলোতে টিকিট বিক্রির জন্য নতুন প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখতে চায় বাফুফে। সহজ ডটকম কিংবা বিডি টিকিট ডটকমের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এছাড়া, ১৬০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন হলেও জাতীয় স্টেডিয়ামের মাঠের ঘাস নিয়ে প্রশ্ন উঠেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে নতুন ঘাস বসানোর পরিকল্পনা নিয়েছে বাফুফে।
আরও পড়ুন:: কাতার জাতীয় ফুটবল দলে জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিল