ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিকার হওয়া সব আরোহী প্রাণ হারিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে এমন সুত্রে খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দুজন পাইলট এবং দশজন কেবিন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগীজ নাগরিক ছিলেন।
দুর্ঘটনাস্থলে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে যে, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ওই এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা পৌঁছেছে এবং সেখানে ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি উড্ডয়ন করার কয়েক সেকেন্ডের মধ্যে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। এ সময় উড়োজাহাজটির উচ্চতা ছিল ৬২৫ ফুট। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর সংলগ্ন একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী ফ্লাইট এআই১৭১ আজ ১২ জুন ২০২৫ তারিখে দুর্ঘটনায় পড়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন:: গাছের নিচে শুয়ে থাকা সমু চৌধুরীর ভিডিও ভাইরাল, জানা গেল আসল কারণ।