হ্যারিংগের ইতিহাসে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি মেয়র ছাতকের আহমেদ মাহবুব

Ayas-ali-Advertise
হ্যারিংগের ইতিহাসে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি মেয়র ছাতকের আহমেদ মাহবুব
মেয়র আহমেদ মাহবুব। ছবি সংগৃহীত।
হ্যারিংগের ইতিহাসে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি মেয়র ছাতকের আহমেদ মাহবুব
মেয়র আহমেদ মাহবুব। ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

ব্রিটিশ বাংলাদেশিদের গৌরবময় অর্জনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। উত্তর লন্ডনের হ্যারিংগে কাউন্সিলের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর আহমেদ মাহবুব মেয়র নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি টটেনহ্যাম টাউন হলে হ্যারিংগে কাউন্সিলের বার্ষিক ফুল কাউন্সিল সভায় হোয়াইট হ্যাট লেইন ওয়ার্ডের কাউন্সিলর ও বিদায়ী ডেপুটি মেয়র মাহবুবকে সর্বসম্মতিক্রমে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন কাউন্সিল লিডার পেরি আহমেটসহ অন্যান্য কাউন্সিলররা।

দায়িত্ব গ্রহণের পর মেয়র মাহবুব বলেন, “হ্যারিংগে একটি বহুসাংস্কৃতিক এলাকা। এখানকার সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।” এসময় তিনি কাউন্সিলের সব সদস্য ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

আহমেদ মাহবুব ব্রিটেনে জন্মগ্রহণ করলেও তাঁর শিকড় বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভায়। তার বাবা গোলাম জিলানী মাহবুব পেশায় একজন সলিসিটর এবং লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির একজন পরিচিত মুখ। তিনি ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মাহবুবের দাদা ছিলেন ছাতকের বিশিষ্ট চিকিৎসক ডা. গোলাম মন্তকা আজাদ।

প্রসঙ্গত, ২০১৮ সালে মাহবুব লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে পড়াশোনাকালে ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মেয়র হিসেবে তিনি হ্যারিংগে সিটিজেন অ্যাডভাইস ব্যুরো নামক একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪