গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কারাগার ত্যাগ করেন তিনি।
এর আগে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে জামিনের আদেশ সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৩টার দিকে নুসরাত ফারিয়াকে মুক্তি দেওয়া হয়।
এর আগে, গত রবিবার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন তাকে আটক করে পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন সোমবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ। অন্যদিকে, জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৩ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় একটি কর্মসূচিতে অংশ নেন মামলার বাদী এনামুল হক। ওইদিন অভিযুক্তদের ছোড়া গুলিতে তিনি আহত হয়ে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সুস্থ হওয়ার পর চলতি বছরের ৩ মে তিনি মামলাটি দায়ের করেন।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জন শিল্পীসহ মোট ২৮৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। নুসরাত ফারিয়া এই মামলার ২০৭ নম্বর আসামি। এজাহারে তাকে আওয়ামী লীগের অর্থায়নকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:: অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার, নেওয়া হলো ডিবি কার্যালয়ে।