সিলেটের বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মাধ্যমে ‘পহেলা বৈশাখ’ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন।
বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল পুরো উপজেলা।
সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণের মূল অনুষ্ঠানের সূচনা হয়। ফিতা কেটে বাংলা নববর্ষ ১৪৩২-এর বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায়।
পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজন করা হয় ‘লোকজ মেলা’ ও ‘কৃষি প্রযুক্তি মেলা’র। এছাড়াও এর আগের দিন, ১৩ এপ্রিল (রবিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. হিতাংশু শেখর পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মণিকাঞ্চন চৌধুরী।
এছাড়া বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্রামুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:: বিশ্বনাথে সরকারি রাস্তার মাটি ভরাট নিয়ে ইউএনও’র বরাবরে এলাকাবাসীর অভিযোগ।