সিলেটে ইসরায়েলবিরোধী এক মিছিল থেকে বাটার আউটলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, বাটার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষের সম্পৃক্ততা নেই এবং প্রতিষ্ঠানটি ইসরায়েলি মালিকানাধীন নয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাটা একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয়েছিল চেক প্রজাতন্ত্র থেকে। এটির কার্যক্রম রাজনৈতিক কোনো ইস্যুর সঙ্গে জড়িত নয়।
শনিবার বাটার সিলেটের সব আউটলেটের সামনে একটি ব্যানার টানানো হয় । এতে ক্রেতাদের উদ্দেশে বার্তা দিয়ে বলা হয় যে, “সম্প্রতি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এতে দাবি করা হচ্ছে যে বাটা ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষে জড়িত—যা সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তবে বাটার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।”
বাটার বার্তায় আরও জানানো হয়, “ভুল তথ্যের ভিত্তিতে বাংলাদেশে আমাদের কিছু আউটলেট হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে আমরা ১৯৬২ সাল থেকে বিশ্বস্ততার সঙ্গে সেবা দিয়ে আসছি এবং সব সম্প্রদায়ের প্রতি সম্মান ও দায়িত্ববোধ নিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
আরও পড়ুন:: ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জয়নাল।