মায়ের ভূমিকায় দীপিকার চমক

Ayas-ali-Advertise
মায়ের ভূমিকায় দীপিকার চমক
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
মায়ের ভূমিকায় দীপিকার চমক
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
Facebook
Twitter
WhatsApp

বলিউডে আসছে আলোচিত রিভেঞ্জ থ্রিলার ‘কিং’। ছবিটি ঘিরে শুরু থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শাহরুখ খানের প্রত্যাবর্তনের খবর যেমন আগ্রহ জাগিয়েছে, তেমনি তার কন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেকও দর্শকমহলে বাড়িয়েছে কৌতূহল।

এর মধ্যেই নতুন চমক হয়ে যুক্ত হচ্ছেন দীপিকা পাড়ুকোন। ‘কিং’-এ তাকে দেখা যাবে এক বিশেষ চরিত্রে—সুহানার মায়ের ভূমিকায়। যদিও এই উপস্থিতিকে এক্সটেন্ডেড ক্যামিও বলা হচ্ছে। তবুও সিনেমার গুরুত্বপূর্ণ বাঁক তৈরিতে এই চরিত্রের ভূমিকাই হতে পারে প্রধান।

শাহরুখ, দীপিকা ও পরিচালক আনন্দ এল রাই একসঙ্গে কাজ করেছিলেন ‘জাওয়ান’ ছবিতে, যা দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। এবার সেই ত্রয়ী আবারও ফিরছে নতুন গল্প ও নতুন আবহে।

‘কিং’ শুধু আবেগে ভরপুর পারিবারিক গল্প নয়। এটি হতে যাচ্ছে প্রতিশোধনির্ভর এক থ্রিলার। ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে এবং শিগগিরই মুম্বাইয়ে শুরু হবে শুটিং।

সিনেমাটিতে আরও থাকছেন অভিষেক বচ্চন ও অভয় ভার্মার মতো শক্তিশালী অভিনেতারা। সবকিছু ঠিকঠাক চললে ২০২৬ সালে মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত এই ছবি, যা ইতিমধ্যেই বলিউডে জোর আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪