চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী ও টাঙ্গাইলে পরীমণির পর রাজধানী ঢাকায়ও অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। স্থানীয়দের আপত্তির মুখে শেষ পর্যন্ত অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধনের আয়োজন সম্পন্ন করা হয়।
জানা গেছে, ২৮ জানুয়ারি ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের।
তবে স্থানীয় কয়েকজন এর বিরোধিতা করে থানায় অভিযোগ জানান। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে রেস্তোরাঁ কর্তৃপক্ষ অভিনেত্রীকে বাদ দিয়েই উদ্বোধনী আয়োজন সম্পন্ন করে।
কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা হুজুররা অভিযোগ জানানোর পর রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর অপু বিশ্বাসকে বাদ দিয়েই উদ্বোধনী আয়োজন সম্পন্ন করেন তারা।
অভিযোগের পর স্থানীয় কয়েকজন একটি ভিডিও প্রকাশ করেন, সেখানে একজন অভিযোগ তুলে ধরে বলেন, “অপু বিশ্বাসকে এনে উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছিল। বিষয়টি জানার পর স্থানীয় মুসল্লি ও জনতা আপত্তি জানায়। আমরা প্রশাসনের কাছে এসেছি এবং জানিয়েছি, কামরাঙ্গীচরে এমন আয়োজন গ্রহণযোগ্য নয়। এতে জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। স্থানীয় মাদ্রাসার ওলামায়ে কেরামও এ নিয়ে আপত্তি জানিয়েছেন। তাই আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, যেন অপু বিশ্বাস অনুষ্ঠানে অংশ না নিতে পারেন।