সিলেটে ঝুলন্ত অবস্থায় এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর কাজীটুলা এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি নাম সুমন আহমদ (৪০)। তিনি বিহঙ্গ ১৯ নম্বর বাসার বাসিন্দা ও মৃত আনা মিয়ার ছেলে। পেশায় তিনি একজন চাদরের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের ও পুলিশ সুত্রে জানা যায়, ইফতারের সময় সুমনকে ডাকতে গিয়ে স্বজনরা তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেকবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন তিনি উড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন।
বিষয়টি নিশ্চি করে কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন:: সিলেটে পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাই, গ্রেপ্তার-১।