সিলেটে পুলিশের গাড়ি থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সুমন আহমদ নামে এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক।
জানা গছে, নগরীর কুমাড়পাড়া এলাকায় পুলিশের একটি টিম সোমবার (২৪ মার্চ) রাতে আসামি সুমন আহমদকে গ্রেপ্তার করতে যায়। সুমন শাহী ঈদগাহ এলাকায় একটি মারামারি ঘটনায় জড়িত ছিল এবং তার বিরুদ্ধে এফআইআরও রয়েছে। পুলিশের টিম সুমনকে রাত ১০টার দিকে কুমারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ সময় সুমনের পরিচিতজন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পুলিশের গ্রেপ্তারিরোধে বাধা প্রদান করেন। তারা একপর্যায়ে জোরপূর্বক পুলিশ ভ্যান থেকে সুমনকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর অতিরিক্ত বাহিনী পাঠিয়ে ছিনতাই হওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
পরে, সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, সুমনের বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:: সিলেটে ইতিকাফরত অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু।