সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইতিকাফ পালনরত অবস্থায় জুনেদ আহমদ নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলার গেচুয়া বড় মহল্লা মসজিদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিক্ষক জুনেদ আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলশিক্ষকের আত্মীয় আব্দুল্লাহ আল মামুন।
জুনেদ আহমদ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গেচুয়া বড় মহল্লার বাসিন্দা ছিলেন এবং গনিপুর-কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর আত্মীয় আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, জুনেদ আহমদ পবিত্র রমজান মাসের শেষ দশকের ইবাদতের উদ্দেশ্যে গত শুক্রবার (২০ রমজান) ১০ দিনের জন্য ইতিকাফে বসেন। তিনি নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত ও ইবাদতে মনোনিবেশ করছিলেন। তবে রোববার বিকেলের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
এদিকে শিক্ষকের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকাবাসী।
আরও পড়ুন:: প্রধান উপদেষ্টার বক্তব্য ও হাসনাত প্রসঙ্গে সিলেটে যা বললেন এনসিপির মুখ্য সমন্বয়কারী।