লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
Facebook
Twitter
WhatsApp

ওয়ানবাংলানিউজ, লন্ডনে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের নিয়ে নবগঠিত গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে। গত বুধবার পূর্ব লন্ডনের বেথনাল গ্রীনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি লিডার ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

কমিউনিটি নেতা মিসবাহ উদ্দিনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আখলাকুর রহমান। এসময় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের সাবেক ডিপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলের লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, বিশিষ্ট চার্টার্ড একাউন্টেন্ট কাউন্সিলর আয়াস মিয়া, জর্জ বেলায়েত হোসেন, কমিউনিটি লিডার হাজী তৈমুছ আলী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি গোলজার খান, বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল হক, একাউন্টেন্ট এ কে এম সেলিম, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক রহমত আলী, আফসার মিয়া ছোটু, আব্দুল কুদ্দুস, প্রফেসর নুরুল ইসলাম, জুনাব আলী, শাহানুর খান, আজম খান, ডাঃ সানুর আলী মামুন, আবুল খায়ের আলী প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আব্দুর রহিম রঞ্জু, একেএম এহিয়া, আফজাল হোসেন, শাহ সোহেল আমিন, শরিফুল ইসলাম, ফারুক মিয়া, এডভোকেট মজিবুর রহমান, সারব আলী, মোবারক আলী, আসাদুর রহমান, আব্দুল ওয়াদুদ সাহেল, মোহাম্মদ আলী মজনু, আখলুছ মিয়া, মহব্বত শেখ, হাসিনুজ্জামান নুরু, তানভীর আহমদ, মদরিছ আলী মফজ্জুল, মোহাম্মদ দৌলত হোসেন, আব্দুস সোফান ফারুক, এম এ সালাম, জাকেল চৌধুরী, তৈয়বুর রহমান, আব্দুর রব, মোবারক আলী, মনির আলী, আব্দুল হামিদ টিপু, জাকির হোসেন কয়েছ, আব্দুল বাসিত রফি, আব্দুস শহীদ হারুন, সৈয়দ মোহাম্মদ মোক্তার, শেখ মবাশ্মির আলী, আহমদ বাবুল, আজিবুর রহমান, শেখ আমিনুর রহমান মামুন, শাহ নুরুল আলম নাহীন, আহমদ আল-জাকি, মোহাম্মদ ইয়াকুব আলী, আনফর আলী, রেজওয়ান খান, ওবায়দুর রহমান চৌধুরী, সাদেক আলী, ইলিয়াস পাশা, আজিজুর রহমান খান, নাসির উদ্দিন আহমদ, নিজামুদ্দিন আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রবাসী বিশ্বনাথবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে এই ধরনের আয়োজন। তারা বিশ্বনাথবাসীর ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং নবগঠিত গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি কীভাবে প্রবাসীদের কল্যাণে কাজ করবে, সে সম্পর্কে আলোকপাত করেন।

উপস্থিত অতিথিরা বলেন, “বিশ্বনাথের প্রবাসীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” আয়োজকরা জানান, ভবিষ্যতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে, যা প্রবাসী বিশ্বনাথবাসীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

ইফতার মাহফিল শেষে সংগঠনের সকল সদস্য ও অতিথিরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪