সুনামগঞ্জের মধ্যনগরে সড়কে মাটি দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আব্দুল গণি মিয়া (৫০) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহত আব্দুল গণি মিয়া ধোপাঘাটপুর গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে।
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান নিহতের পরিবারের দেওয়া তথ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির সামনে সড়কে মাটি দেওয়াকে কেন্দ্র করে আব্দুল গণি মিয়া ও তার ভাই আব্দুল গফুরের পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গফুরের ছেলে ধারালো ছুরি দিয়ে চাচার গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডে আব্দুল গফুরের ছেলে সোহেল, ভাই রুবেল, বোন পপি আক্তার ও গফুরের স্ত্রী জোস্না বেগম জড়িত ছিলেন।
আরও পড়ুন:: সিলেটসহ দেশের দেড় হাজার চিহ্নিত ডাকাত ধরতে মাঠে নামছে পুলিশ