বিশ্বনাথে মোবাইল সাংবাদিকতার অপব্যবহার, তিন সাংবাদিক সংগঠনের নিন্দা

Ayas-ali-Advertise
বিশ্বনাথে মোবাইল সাংবাদিকতার অপব্যবহার, তিন সাংবাদিক সংগঠনের নিন্দা
বিশ্বনাথে মোবাইল সাংবাদিকতার অপব্যবহার, তিন সাংবাদিক সংগঠনের নিন্দা
বিশ্বনাথে মোবাইল সাংবাদিকতার অপব্যবহার, তিন সাংবাদিক সংগঠনের নিন্দা
বিশ্বনাথে মোবাইল সাংবাদিকতার অপব্যবহার, তিন সাংবাদিক সংগঠনের নিন্দা
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথে সাম্প্রতিক সময়ে যত্রতত্রভাবে মোবাইল সাংবাদিকতার অপব্যবহার বেড়ে যাওয়ায় নিন্দা জানিয়েছে তিনটি সাংবাদিক সংগঠন—বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন।

সংগঠনগুলোর পক্ষ থেকে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন ও তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন ও নবীন সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান এবং সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান।

এক যৌথ বিবৃতিতে বিশ্বনাথের ৩ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা সম্প্রতি লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয় নিয়ে যত্রতত্র ভাবে বিশ্বনাথে মোবাইল সাংবাদিকতার অপব্যবহার করা হচ্ছে। যা অত্যন্ত উদ্বেগ জনক। কারণ অনেকটা অপ্রাসঙ্গিকভাবে কতিপয়রা ব্যক্তি নিজ নামে আইডি খুলে বিভ্রান্তিমূলকভাবে ফেইসবুকে লাইভ টেলিকাষ্ট করে একদিকে যেমন সর্বত্র উদ্বেগ, উৎকন্টা ও আতংক ছড়াচ্ছে।

অন্যদিকে সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবার, তার নিজ গ্রাম এবং ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার সুনাম ক্ষুন্ন করে যাচ্ছে। যা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয়। এরজন্য আমরা বিশ্বনাথের ৩ সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে এমন কাজের চরম নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সেই সাথে বিশ্বনাথে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলসহ সকল শ্রেণী পেশার মানুষকে এধরনের ব্যক্তিদেরকে বয়কট এবং তাদের এমন বিভ্রান্তিমূলক কাজকে না বলুন এবং সামাজিক কর্মকান্ডে সম্পক্ততা থেকে বিরত রাখুন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪