অভিনেত্রী শবনম ফারিয়া একসময় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে তাকে খুব একটা দেখা যায় না পর্দায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়, যেখানে বিভিন্ন সময় নিজের মতামত তুলে ধরেন। সমসাময়িক নানা ইস্যু নিয়ে স্ট্যাটাস দেওয়া এই অভিনেত্রী সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
বিশ্ব নারী দিবস উপলক্ষে শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “যেই দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ দেখা যায়। সেই দেশে আবার ওমেনস ডে পালন করা কতটা যৌক্তিক?” তার এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই এতে সমর্থন জানান।
এর আগেও শবনম ফারিয়া বিভিন্ন সামাজিক ইস্যুতে সোচ্চার ছিলেন। সাজাপ্রাপ্ত এক ধর্ষকের জামিনের সংবাদের ছবি ও লিঙ্ক শেয়ার করে তিনি লিখেছিলেন, “ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই আইনি প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত, তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।” তার এই মন্তব্য অনেকের দৃষ্টি আকর্ষণ করে এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
তবে ধর্ষণের মতো গুরুতর বিষয়ে দেশের বিনোদন অঙ্গনের অন্যান্য তারকাদের মধ্যে খুব কমজনকেই প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে।
শবনম ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মোবারকনামা’-তে, যেখানে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন। অভিনয়ে অনিয়মিত হলেও, সামাজিক ইস্যুতে তার সরব উপস্থিতি ভক্তদের নজর কাড়ছে।
আরও পড়ুন:: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কণ্ঠশিল্পী আসিফ।