জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।”
পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেন, “স্থানীয় সরকার নির্বাচন না চাওয়ার কারণ? নিজে এমপি হব, বউকে উপজেলা চেয়ারম্যান বানাব। শালা ভাইস চেয়ারম্যান, শালিকে মহিলা ভাইস চেয়ারম্যান, বড় চামচাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ছোট চামচাগুলাকে মেম্বার বানাব। এই মহৎ উদ্দেশ্য সফল হলে চুরির ক্ষেত্রে আর বাধা নেই।”
এ মন্তব্যের উত্তরে আসিফ আকবর সংক্ষেপে লিখেন, “একশ তে একশ।”
আরোও পড়ুন:: স্থানীয়দের বাধায় রেস্তোরাঁ উদ্বোধন থেকে বাদ গেলেন অপু বিশ্বাস।