নির্বাচন বিলম্বিত করতে দেশি-বিদেশি শক্তির সমন্বয়ে ষড়যন্ত্র চলছে-বিশ্বনাথে লুনা

Ayas-ali-Advertise
নির্বাচন বিলম্বিত করতে দেশি-বিদেশি শক্তির সমন্বয়ে ষড়যন্ত্র চলছে-
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে আয়োজিত রমজান ফুড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
নির্বাচন বিলম্বিত করতে দেশি-বিদেশি শক্তির সমন্বয়ে ষড়যন্ত্র চলছে-
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে আয়োজিত রমজান ফুড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জাতীয় নির্বাচন বিলম্বিত করার জন্য দেশি-বিদেশি শক্তির সমন্বয়ে ষড়যন্ত্র চলছে। এজন্য সকলকে সতর্ক থাকতে হবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

লুনা বলেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন সঠিকভাবে কাজ করছে না। অন্তর্বর্তী সরকারের পক্ষে তৃণমূল পর্যায়ের প্রশাসনকে পুরোপুরি গড়ে তোলা সম্ভব নয়, যা শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই করতে পারে। এজন্য এখন আমাদের প্রধান দাবি দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

ইলিয়াসপত্নী আরও বলেন, বিভ্রান্তিমূলক প্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। অনেকে রাজনৈতিক মতবাদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সাম্যের ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে আয়োজিত রমজান ফুড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার ২০০-এর বেশি পরিবারের মাঝে প্রায় ৮ লক্ষ টাকার রমজান ফুড বিতরণ করা হয়।

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের বিডি টিম ম্যানেজমেন্টের সভাপতি আব্দুল মান্নান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হোসাইন আহমদ প্রভেল এবং যুগ্ম সদস্য সচিব ফখরুল রেজার যৌথ অনুষ্ঠিত পরিচালনায় রামাদ্বান ফুড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সহ সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক জামাল আহমদ, আসাদুজ্জামান নুর আসাদ, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য হাসান হাফিজুর রহমান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র সভাপতি আহমদ আল জাকি এবং শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠক আব্দুস সামাদ ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বিডি টিমের সদস্য তানিমুল ইসলাম তানিম। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪